রাজধানীতে গণপরিবহন চলছে

প্রকাশ | ০৬ আগস্ট ২০১৮, ১২:৫৭

অনলাইন ডেস্ক

রাজধানীতে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে বন্ধ রাখা বাস চলাচল সোমবার সকাল থেকে শুরু হয়েছে। পাশাপাশি দূরপাল্লার পরিবহনও ছেড়েছে। 

৬ আগস্ট (সোমবার) সকালে রাজধানীর বাড্ডা, রামপুরা, মালিবাগ, মৌচাক, মগবাজার, কাওরান বাজার, শাহবাগ, পল্টন, গুলিস্তান, সায়েন্সল্যাব, নিউমার্কেট ও আজিমপুর এলাকায় গণপরিবহন চলাচল করতে দেখা গেছে। এছাড়া সায়েদাবাদ, যাত্রাবাড়ী, মহাখালী, শ্যামলী ও গাবতলী থেকেও গণপরিবহন ছেড়েছে। পাশাপাশি দূরপাল্লার বাসও ছেড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

তরঙ্গ পরিবহনের চালক ইসমাইল হোসেন বলেন, রাতে কোম্পানির থেকে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে পরিবহন নামানোর জন্য। আমরা সকাল থেকে পরিবহন নামিয়েছি।

গণপরিবহন চলাচল শুরুএ বিষয়ে জানতে চাইলে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম বলেন, সকাল থেকে সব পরিবহন নামিয়ে দিয়েছি।

এর আগে ৫ আগস্ট (রবিবার) রাতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ জানিয়েছিলেন, সোমবার থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে দূরপাল্লার গাড়ি চলবে।