গণপরিবহন চলাচল শুরু চট্টগ্রামে

প্রকাশ | ০৬ আগস্ট ২০১৮, ১২:১৯

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে ‘অঘোষিত’ পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে গণপরিবহন চলাচল শুরু হয়েছে।

৬ আগস্ট (সোমবার) সকাল থেকে নগর ও জেলায় গণপরিবহন চলাচল শুরু হয়। যদিও তা প্রয়োজনের তুলনায় অনেকাংশে কম। 

সোমবার সকাল থেকে নগরের বহদ্দারহাট, মুরাদপুর, চকবাজার, ২ নম্বর গেইট, কালুরঘাট, আন্দরকিল্লা, নিউ মার্কেট, কাজিরদেউরি,  অক্সিজেন মোড়, শাহ আমানত সেতুসহ বিভিন্ন এলাকায় গণপরিবহন চলাচল করছে। বিভিন্ন কাউন্টার থেকে দূরপাল্লার বাস ছাড়ছে।

চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব আবুল কালাম আজাদ বলেন, নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে অনির্দিষ্টকালের জন্য গাড়ি চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল। পরে কেন্দ্রিয় সিদ্ধান্ত অনুসারে গাড়ি চলাচল শুরু করেছে।