স্বামী হত্যা মামলায় স্ত্রীর যাবজ্জীবন
প্রকাশ | ০৬ আগস্ট ২০১৮, ১১:৪৭
মৌলভীবাজারে স্বামী হত্যা মামলায় রুলি বেগম নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
৫ আগস্ট (রবিবার) মৌলভীবাজার জেলা ও দায়রা জজ শেখ মো. আবু তাহের এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত রুলি বেগম রাজনগর উপজেলার করিমপুর চা বাগানের সাহাদাৎ আলীর স্ত্রী।
মামলার বরাত দিয়ে পিপি এ এস এম আজাদুর রহমান জানান, ২০০০ সালের ১১ নভেম্বর পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে স্বামী সাহাদাৎকে মারাত্মক জখম করেন রুলি। গুরুতর আহত সাহাদাৎ মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় তার ভাই মো. শওকত আলী রাজনগর থানায় মামলা করলে পুলিশ রুলিকে আটক করে। পরে ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যার বিষয়টি স্বীকার করেন তিনি। রুলি বেগম বর্তমানে জামিন নিয়ে পলাতক রয়েছেন।