নিরাপদ সড়কের দাবিতে সিডনিতে মানববন্ধন
প্রকাশ | ০৫ আগস্ট ২০১৮, ১২:২১ | আপডেট: ০৫ আগস্ট ২০১৮, ১২:৩০
নিরাপদ সড়কের দাবিতে বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে অস্ট্রেলিয়ার সিডনি প্রবাসী বাংলাদেশিরা মানববন্ধন করেছেন।
স্থানীয় সময় ৪ আগস্ট (শনিবার) বিকেলে ল্যাকেম্বার রেলওয়ে প্যারেডে এ মানববন্ধনে সিডনির বিভিন্ন প্রান্ত থেকে বন্ধুবান্ধব, পরিবার-পরিজন ও ছেলে-মেয়েদের নিয়ে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা।
প্রবাসী শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক নেতা-কর্মী এবং গণমাধ্যমকর্মীরা নানা স্লোগান লেখা পোস্টার-প্ল্যাকার্ড হাতে নিয়ে জড়ো হন মানববন্ধন এলাকায়। সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর মানববন্ধন থেকে নিরাপদ সড়কের দাবিতে রাজধানী ঢাকাসহ সারা দেশের স্কুল-কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের নয় দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে আন্দোলনের প্রতি সমর্থন জানানো হয়।
বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুতে দুর্ঘটনার জন্য ‘অদক্ষ চালক ও ফিটনেসবিহীন গাড়ি’কে দায়ি করে দোষীদের শাস্তির দাবি জানান প্রবাসীরা।