সাতক্ষীরায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন
প্রকাশ | ০৪ আগস্ট ২০১৮, ১৫:১৫
সারা দেশের মতো খুলনার সাতক্ষীরায় ‘নিরাপদ সড়ক চাই’ দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
৪ আগস্ট (শনিবার) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। শহরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এ সময় মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে।
মানববন্ধনে শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এসময় তারা দুর্ঘটনা প্রবন এলাকায় স্পিড ব্রেকার, ফিটনেস বিহীন গাড়ি রাস্তায় চলাচল বন্ধ, অতিরিক্ত যাত্রী নেওয়া, সারাদেশে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার ব্যবস্থা করার দাবি জানান।
সাতক্ষীরা জেলা প্রশাসক মো. ইফতেখার হোসেন ও পুলিশ সুপার সাজ্জাদুর রহমান ছাত্রছাত্রীদের বিভিন্ন দাবির সাথে একাত্মতা ঘোষণা করেন এবং তাদের দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কের জিল্লুর রহমান ফ্লাইওভারের বাম পাশে বাসের জন্য অপেক্ষা করার সময় জাবালে নূর পরিবহনের দুটি বাসের রেষারেষিতে বাস চাপায় ঘটনাস্থলেই শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া আক্তার মিম ও আব্দুল করিমের মৃত্যু হয়। এছাড়া বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এরপর থেকেই নিরাপদ সড়কসহ ৯ দফা দাবীতে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু স্কুল কলেজের শিক্ষার্থীরা।