সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে জাতীয় সংগীত

প্রকাশ | ০৪ আগস্ট ২০১৮, ১৪:৫৯

অনলাইন ডেস্ক

সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহতদের উদ্দেশ্য এক মিনিট নীরবতা পালন আর জাতীয় সংগীত গেয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করলেন শিক্ষার্থীরা।

৪ আগস্ট (শনিবার) সকালে থেকেই রাজধানীর সাইন্সল্যাব এলাকা শ্লোগানে উত্তাল করে তোলেন শত শত শিক্ষার্থী।  এখানে অবস্থান নেওয়া বিভিন্ন স্কুল কলেজের মধ্যে উল্লেখযোগ্যগুলো হলো ঢাকা সিটি কলেজ, ঢাকা কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এর মধ্যে বৃষ্টি নামলে তারা জাতীয় সংগীত ধরেন তারা। সেই সাথে পালন করেন সারা দেশে সড়ক দুর্ঘটনায় ঝরে যাওয়া প্রাণের উদ্দেশ্যে এক মিনিট নিরবতা।

সাইন্সল্যাবে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা জানান, সড়কে ঝরে যাওয়া প্রাণের সংখ্যা কম নয়। সবার উদ্দেশ্যেই এ কর্মসূচি পালন করলাম আমরা।

উল্লেখ্য, গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কের জিল্লুর রহমান ফ্লাইওভারের বাম পাশে বাসের জন্য অপেক্ষা করার সময় জাবালে নূর পরিবহনের দুটি বাসের রেষারেষিতে বাস চাপায় ঘটনাস্থলেই শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া আক্তার মিম ও আব্দুল করিমের মৃত্যু হয়। এছাড়া বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এরপর থেকেই নিরাপদ সড়কসহ ৯ দফা দাবীতে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু স্কুল কলেজের শিক্ষার্থীরা।