রামেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ | ০৩ আগস্ট ২০১৮, ১৭:২৯ | আপডেট: ০৩ আগস্ট ২০১৮, ১৭:৪০

অনলাইন ডেস্ক

রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ফাহিমা আক্তার চাঁদনী (২৫) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত চাঁদনী ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।  তিনি ৫৫তম ব্যাচের শেষ বর্ষের ছাত্রী ছিলেন। 

২ আগস্ট (বৃহস্পতিবার) রাত সাড়ে ১১টায় রাজশাহী নগরীর দাসপুকুর এলাকার একটি বাসা থেকে চাঁদনীর মরদেহ উদ্ধার করা হয়।

চাঁদনীর স্বামী সালেহীন রনি ও চাঁদনীর সহপাঠীরা জানান, রাত ১১টার দিকে চাঁদনীর স্বামী মোবাইল ফোনে তাকে না পেয়ে বিষয়টি তার বান্ধবীদের ফোন করে জানান। পরে বান্ধবীরা ঐ এলাকায় চাঁদনীর ভাড়া বাসায় গিয়ে বাইরে থেকে দরজা বন্ধ দেখতে পান। পরে এলাকার লোকজন ও বাড়ি মালিকের উপস্থিতিতে ঘরের দরজা ভেঙে ভেতরে সিলিংফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় চাঁদনীকে উদ্ধার করেন। 

পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক চাঁদনীকে মৃত ঘোষণা করেন।

আরএমপির রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান জানান, রাতেই চাঁদনীর লাশ মেডিকেল কলেজ মর্গে রাখা হয়। শুক্রবার দুপুরের দিকে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।