চট্টগ্রামে আনসারুল্লাহর ৫ জঙ্গি আটক

প্রকাশ | ০১ আগস্ট ২০১৬, ১৭:৩২

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে আনসারুল্লাহ বাংলা টিমের (বর্তমানে আনসার আল ইসলাম) পাঁচ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার (০১ আগস্ট) দুপুর দেড়টার দিকে নগরীর পতেঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ কর্মকর্তা অতিরিক্ত উপ কমিশনার (গোয়েন্দা) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- মো. আক্কাস আলী (২৩), আতিকুল হাসান (২৬), জমসেদুল আলম (২১), মো. রুবেল (২৬) ও মো. মহিউদ্দিন (১৮)। 

তাদের কাছে দুটি ল্যাপটপ, সাতটি মোবাইল ফোন, ১১টি জিহাদি বই পাওয়া গেছে বলে জানান আনোয়ার হোসেন।

এর আগে বৃহস্পতিবার রাতে বায়েজিদ বোস্তামী থানার কুলগাঁও এলাকার একটি বাসা থেকে দিনাজপুর মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র আব্দুল হান্নান ওরফে আব্দুল্লাহ ওরফে লাদেনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পুলিশের ভাষ্য, ঠাকুরগাঁও সদর উপজেলার ইমতাজুর রহমানের ছেলে আব্দুল্লাহ ঠাকুরগাঁও এলাকায় আনসারুল্লাহর অন্যতম সংগঠক। সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতেই তার চট্টগ্রামে আসা। আবদুল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ।

আবদুল্লাহর বড় ভাই আবুল হাসনাতও আনসারউল্লাহ বাংলা টিমের সদস্য বলে দাবি পুলিশের। কয়েক সপ্তাহ আগে ঠাকুরগাঁওয়ে চাপাতিসহ গ্রেপ্তার হন হাসনাত।