নিরাপদ সড়কের দাবিতে প্রেসক্লাবে মানববন্ধন

প্রকাশ | ০৩ আগস্ট ২০১৮, ১৪:৪৭

অনলাইন ডেস্ক

সড়ক দুর্ঘটনারোধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করছে ‘​নিরাপদ সড়ক চাই’​ (নিসচা)। 

৩ আগস্ট (শুক্রবার) সকাল থেকে শুরু হওয়া এ মানববন্ধন আহবান করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। সম্প্রতি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পায়েলের মৃত্যু এবং ২৯ জুলাই বিমানবন্দর সড়কের কুর্মিটোলা বাসস্ট্যান্ডে বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে এ মানববন্ধনের ডাক দেয়া হয়। 

‘নিসচা’র নেতৃত্বে আরও কয়েকটি সংগঠন অংশ নিয়েছে। মানববন্ধনে দুই বাসের রেষারেষিতে নিহত তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীবের পরিবারের সদস্যরাও উপস্থিত আছেন।

উল্লেখ্য, গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কের জিল্লুর রহমান ফ্লাইওভারের বাম পাশে বাসের জন্য অপেক্ষা করার সময় জাবালে নূর পরিবহনের দুটি বাসের রেষারেষিতে বাস চাপায় ঘটনাস্থলেই শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া আক্তার মিম ও আব্দুল করিমের মৃত্যু হয়। এছাড়া বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এরপর থেকেই নিরাপদ সড়কসহ ৯ দফা দাবীতে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে স্কুল কলেজের শিক্ষার্থীরা।