শাহবাগে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা
প্রকাশ | ০৩ আগস্ট ২০১৮, ১৪:২১ | আপডেট: ০৩ আগস্ট ২০১৮, ১৪:৩১
নিরাপদ সড়কের দাবীতে ছুটির দিনেও টানা ষষ্ঠ দিনের মতো রাস্তায় নেমে প্রতিবাদ করছেন শিক্ষার্থীরা।
৩ আগস্ট (শুক্রবার) সকালে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন তারা। গাড়ি থামিয়ে কাগজপত্র পরীক্ষা করছে।
নিরাপত্তার কারণ দেখিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও গত ২ আগস্ট (বৃহস্পতিবার) শিক্ষার্থীরা স্কুল ড্রেসে রাজপথে বিভিন্ন গাড়ির লাইসেন্স তল্লাশি করেছে। গাড়ির লাইসেন্স না থাকলে সার্জেন্টকে মামলাসহ আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছে তারা। বৃষ্টি উপেক্ষা করে দিনভর রাস্তায় গাড়ির লাইসেন্স তল্লাশির পর বিকেল চারটা থেকে সাড়ে চারটার ভেতর রাজধানীর অধিকাংশ সড়ক থেকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কের জিল্লুর রহমান ফ্লাইওভারের বাম পাশে বাসের জন্য অপেক্ষা করার সময় জাবালে নূর পরিবহনের দুটি বাসের রেষারেষিতে বাস চাপায় ঘটনাস্থলেই শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া আক্তার মিম ও আব্দুল করিমের মৃত্যু হয়। এছাড়া বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এরপর থেকেই নিরাপদ সড়কসহ ৯ দফা দাবীতে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু স্কুল কলেজের শিক্ষার্থীরা।