‘মিথ্যা সংবাদে বিভ্রান্ত হবেন না’
প্রকাশ | ০২ আগস্ট ২০১৮, ১৯:২৪
বিভিন্ন নিউজপোর্টালের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিভিন্ন বিকৃত, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করছে বলে পর্যবেক্ষণ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীসহ দেশবাসীকে বিভ্রান্ত করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরণের কাজ করা হচ্ছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এসব অপসংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।
২ আগস্ট (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বলা হয়, দেশের বর্তমান পরিস্থিতিতে এসব বানোয়াট সংবাদ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রচার করা হচ্ছে। এসব সংবাদের কোনো ভিত্তি নেই।