২ শিক্ষার্থীর পরিবারকে ২০ লাখ করে অনুদান প্রধানমন্ত্রীর
প্রকাশ | ০২ আগস্ট ২০১৮, ১৩:৫২
রাজধানীর বিমানবন্দর সড়কে বেপরোয়া বাসের চাপায় নিহত ২ শিক্ষার্থীর পরিবারকে সান্ত্বনা ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে তাদের হাতে ২০ লাখ টাকার সমমূল্যের সঞ্চয়পত্র তুলে দেন প্রধানমন্ত্রী।
২ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে দিয়া খানম মিম ও আবদুল করিমের স্বজনদের ডেকে নিয়ে সমবেদনা জানানোর পর এ অনুদান দেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসা কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়ার স্বজনদের সঙ্গে কথা বলতে চান, সেজন্য তাদের ডেকে নিয়েছেন।
উল্লেখ্য, গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কের জিল্লুর রহমান ফ্লাইওভারের বাম পাশে বাসের জন্য অপেক্ষা করার সময় জাবালে নূর পরিবহনের দুটি বাসের রেষারেষিতে বাস চাপায় ঘটনাস্থলেই শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া আক্তার মিম ও আব্দুল করিমের মৃত্যু হয়। এছাড়া বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
গত চার দিন ধরে শিক্ষার্থীরা রাজধানীর সড়ক অবরোধ ও বিক্ষোভ করে আসছে। উদ্ভুত পরিস্থিতিতে রাজধানীসহ সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে।