আন্দোলনে পুলিশকে বলপ্রয়োগ না করার নির্দেশ

প্রকাশ | ০১ আগস্ট ২০১৮, ১৮:০২

অনলাইন ডেস্ক

নৌমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ ও ঘাতক বাসচালকের ফাঁসিসহ ৯ দফা দাবিতে স্কুল-কলেজের ক্ষুদে শিক্ষার্থীদের চলা আন্দোলনে পুলিশকে বলপ্রয়োগ না করার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
 
১ আগস্ট (বুধবার) সকালে গত চারদিন ধরে চলা শিক্ষার্থী  বিক্ষোভে রাজধানী অচল অবস্থাসহ উদ্ভূত পরিস্থিতি নিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশ দেন।
 
ডিএমপির গণমাধ্যম শাখার উপ কমিশনার মাসুদুর রহমান জানান, কোনভাবেই যেন এসব কোমলমতি শিক্ষার্থীদের ওপর শক্তিপ্রয়োগ না করা হয় সে বিষয়েও ডিএমপি কমিশনারের কড়া নির্দেশ আছে। স্থবির হয়ে পড়া শহরে জনভোগান্তি হচ্ছে, বিষয়টি শিক্ষার্থীদের বুঝিয়ে বলার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ধৈর্যের সঙ্গে পুলিশকে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।
 
তিনি জানান,  একই সঙ্গে পুলিশ সদস্যদের নিজেদের নিরাপদে থাকতে বলা হয়েছে । পুলিশের সব বিভাগকে একসাথে কাজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পরামর্শও দেওয়া হয়েছে।