ঘাতক চালক ৭ দিনের রিমান্ডে
প্রকাশ | ০১ আগস্ট ২০১৮, ১৭:৪১
রাজধানীর বিমানবন্দর সড়কে বেপরোয়া বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় জাবালে নূর পরিবহনের চালক মাসুম বিল্লাহকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। শিক্ষার্থীদের ওপর উঠে যাওয়া বাসটির চালক ছিলেন তিনি।
১ আগস্ট (বুধবার) গোয়েন্দা পুলিশের পরিদর্শক কাজী শরিফুল ইসলাম ঘাতক চালকের সাত দিনের রিমান্ডের আবেদন করলে মেট্রোপলিটন মেজিস্ট্রেট এইচএম তোহা তা মঞ্জুর করেন। আগামী ৬ আগস্ট বাকি দুই বাসচালক জুবায়ের, এমএস সোহাগ ও দুই হেল্পার মোহাম্মদ রিপন ও মোহাম্মদ এনায়েতের রিমান্ড আবেদনের শুনানি হবে। তাদের প্রত্যেককে ১০ দিন করে রিমান্ড চাওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কের জিল্লুর রহমান ফ্লাইওভারের বাম পাশে বাসের জন্য অপেক্ষা করার সময় জাবালে নূর পরিবহনের দুটি বাসের রেষারেষিতে বাস চাপায় ঘটনাস্থলেই শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া আক্তার মিম ও আব্দুল করিমের মৃত্যু হয়। এছাড়া বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
বেপরোয়া বাসের ধাক্কায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় টানা চতুর্থ দিনের মত রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে শিক্ষার্থীরা।