শাহবাগে নৌমন্ত্রীর কুশপুতুল দাহ
প্রকাশ | ০১ আগস্ট ২০১৮, ১৭:০৩
রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থীর নিহতের প্রতিবাদে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের কুশপুতুল পুড়িয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
১ আগস্ট (বুধবার) দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে নৌমন্ত্রীর কুশপুতুলে আগুন দেন তারা। এ সময় তার পদত্যাগসহ নিরাপদ গণপরিবহন এবং সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি তোলেন শিক্ষার্থীরা।
দুই শিক্ষার্থীর নিহতের ঘটনায় ১ আগস্ট (বুধবার) চতুর্থ দিনে দুপুরে শাহবাগ মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সায়েন্সল্যাব থেকে শিক্ষার্থীরা এসেও এতে অংশ নেন।
খুদে শিশুদের এ বিক্ষোভে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, বারডেম মেডিকেল কলেজ ও ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরাও যোগ দেন।
এদিকে রাজধানীজুড়ে বিক্ষোভ করছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
মিরপুর, ফার্মগেট, বাংলামোটর, সায়েন্সল্যাব, যাত্রাবাড়ী ও উত্তরায় বিক্ষোভ চলছে। শিক্ষার্থীদের ভাঙচুর ও মোবাইল কোর্টের অভিযান এড়াতে রাজধানীর প্রায় সব রুটেই বাস চলাচল সীমিত বা পুরোপুরি বন্ধ রয়েছে।