রাস্তা পার হতে গিয়ে স্কুলছাত্রীর মৃত্যু
প্রকাশ | ৩১ জুলাই ২০১৮, ২১:২৯
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনায় ট্রাকচাপায় আকলিমা (১৬) নামে দশম শ্রেণীর এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। আকলিমা স্থানীয় গোমতা ইসহাকিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। একই ঘটনায় আহত হয়েছেন তারই সহপাঠী তামান্না আক্তার।
৩১ জুলাই (মঙ্গলবার) দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় ওই শিক্ষার্থী ঘটনাস্থলে নিহত হয়। ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখে। এতে ইলিয়টগঞ্জ থেকে চান্দিনা পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে ইলিয়টগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ও স্থানীয় চেয়ারম্যান মামুনুর রশিদ ঘটনাস্থলে এসে শিক্ষার্থী ও এলাকাবাসীদের আশ্বস্ত করলে তারা অবরোধ তুলে নেয়। সড়ক দুর্ঘটনার এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।