বিমানবন্দরে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

প্রকাশ | ৩১ জুলাই ২০১৮, ১৫:৫২

অনলাইন ডেস্ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩ হাজার ৮০০ ইয়াবাসহ রিমা ঘোষ নামের এক নারী যাত্রীকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আমর্ড পুলিশ (এএপি)। রিমার বাড়ি চট্টগ্রামের বোয়ালমারী এলাকায়।

৩০ জুলাই (সোমবার) সকাল পৌনে ১১টার দিকে ওই নারীকে গ্রেপ্তার করা হয়।

এএপি’র সিনিয়র এএসপি তারিক আহমেদ সাদিক বলেন, সোমবার সকালে নভো এয়ারের একটি ফ্লাইটে (ভিকিউ-৯৩২) কক্সবাজার থেকে ৮ মাস বয়সী এক সন্তানসহ রিমা ঢাকায় আসেন। পরে সন্দেহের বশে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তার কথাবার্তায় অসংলগ্নতা পাওয়া যায়। পরে তল্লাশি চালিয়ে তার শরীরে বাঁধা অবস্থায় এবং সঙ্গে থাকা বার্মিজ আচারের প্যাকেট থেকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে ওই নারী জানিয়েছেন, কক্সবাজারের জনৈক ইমরান নামের একজন তার কাছে ইয়াবাগুলো দিয়েছেন। ঢাকায় ইমরানের স্ত্রীর ইয়াবাগুলো রিসিভ করার কথা ছিল।

কক্সবাজার-ঢাকা সড়কপথে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি থাকায় বিমানে করে তিনি ইয়াবা নিয়ে এসেছিলেন।