অস্ত্র মামলায় নারীসহ দুই জনের ১০ বছরের কারাদণ্ড
প্রকাশ | ৩০ জুলাই ২০১৮, ২১:১৯ | আপডেট: ৩০ জুলাই ২০১৮, ২১:২৬
কক্সবাজারে মহেশখালীতে নারীসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিতরা হলেন, মহেশখালী উপজেলার কালারমারছড়া এলাকার মৃত মোস্তাক মিয়ার ছেলে বজল আহমদ ও কালারমারছড়ার হরিণারঝিরি এলাকার মোহাম্মদ হোসেনের স্ত্রী সায়েরা খাতুন।
২৯ জুলাই (রবিবার) দুপুর ১টার দিকে কক্সবাজার যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ মাহমুদ ফখরুল আবেদীন এ আদেশ দেন। আসামি দুইজনই পলাতক রয়েছেন। এ মামলার আরও দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০০১ সালে বিপুল পরিমাণ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ তাদের আটক করা হয়। ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে এ রায় ঘোষণা করেন বিচারক।
কক্সবাজার যুগ্ম দায়রা জজ আদালতের (প্রথম) সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জিয়া উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।