কমলগঞ্জে কিশোরীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩
প্রকাশ | ২৮ জুলাই ২০১৮, ২২:৫২
মৌলভীবাজারের কমলগঞ্জে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরীর মা কমলগঞ্জ থানায় মামলা করার পর ২৮ জুলাই (শনিবার) ভোর রাতেই অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- পশ্চিম বালিগাঁও গ্রামের আজাদ মিয়ার ছেলে মামুন মিয়া ও ওরপে বাবু মিয়া (১৮), বটতল গ্রামের আকরাম উল্যার ছেলে আব্দুল মুমিন (২০) ও সিএনজি চালক ধলাইপার গ্রামের আদিল চৌধুরীর ছেলে জাহিদ হাসান ওরপে সোহাগ মিয়া (১৯)।
এর আগে ২৭ জুলাই (শুক্রবার) গভীর রাতে কমলগঞ্জ পৌর এলাকায় কিশোরীকে (১৫) গণধর্ষণের ঘটনা ঘটে।
পুলিশ ও কিশোরীর পরিবার থেকে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় নিজ বাসায় ফেরার সময় রাস্তায় তিন বখাটে কিশোরীকে মুখচেপে জোরপূর্বক সিএনজি অটোরিক্সায় তুলে একটি নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণের পর কমলগঞ্জ পৌরসভা সংলগ্ন ধানি জমিতে ফেলে যায়। খবর পেয়ে কমলগঞ্জ থানার এএসআই মোস্তফা মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার রাত ৯টায় কিশোরীকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মোক্তাদির হোসেন পিপিএম তিন ধর্ষককে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, তিন ধর্ষককে শনিবার দুপুরে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।