চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ | ২৭ জুলাই ২০১৮, ১৫:৫৪

অনলাইন ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর লাগাদপাড়া মহল্লায় পিতা মাতার উপর অভিমান করে তাসলিমা তৌহিদ (১৪) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।

গত ২৫ জুলাই (বুধবার) দিবাগত রাতের কোন এক সময় শিবগঞ্জ বয়েজ কলেজের শিক্ষক তৌহিদুল ইসলামের মেয়ে ও শিবগঞ্জ গার্লস স্কুলের নবম শ্রেণির ছাত্রী তাসলিমা গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল কুমার দাস জানান, রাতে মোবাইল ফোন ব্যবহার ও লিখাপড়া নিয়ে তাসলিমাকে বকাঝকা করে তার পিতা মাতা। পরে রাত ১২টা নাগাদ নিজ নিজ ঘরে ঢুকে ঘুমিয়ে পড়ে পরিবারের সবাই। ২৬ জুলাই ভোর ৬টার দিকে দোতলা বাড়ির নিচ থেকে জানালার গ্রিলে তাসলিমাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পুলিশ এসে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে। 

আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান উপপরিদর্শক শ্যামল।