প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদায়ী জার্মান রাষ্ট্রদূত
প্রকাশ | ২৫ জুলাই ২০১৮, ১৮:৩০
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদায়ী জার্মান রাষ্ট্রদূত টমাস হেইনরিখ প্রিঞ্জ। প্রধানমন্ত্রী এসময় বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।
জার্মান দূত ২৫ জুলাই (বুধবার) প্রধানমন্ত্রী কার্যালয়ে গিয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
বাংলাদেশে প্রায় সাড়ে তিন বছর অবস্থানকালে প্রিঞ্জের কাজের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। ই-পাসপোর্ট তৈরিতে জার্মান কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছে বাংলাদেশ সরকারের।
ই-পাসপোর্টের কাজ দ্রুত শেষ করার বিষয়েও জার্মানির বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে অবস্থানকালে সরকারের সহযোগিতার জন্যে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রিঞ্জ। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসাও করেন বিদায়ী রাষ্ট্রদূত।