শিশু হত্যার দায়ে মায়ের ফাঁসি
প্রকাশ | ৩১ জুলাই ২০১৬, ১৭:২২
স্বামীর প্রথম সংসারের শিশু কন্যাকে হত্যার দায়ে সৎমাকে ফাঁসির দন্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। গাজীপুরের টঙ্গীতে ঘটেছে এই ঘটনা।
রবিবার (৩১ জুলাই) দুপুরে আসামি শাকিলা জাহান মরিয়ম ওরফে খুকিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক এ আদেশ দেন। রায়ে আসামি মরিয়মের ফাঁসি এবং ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত শাকিলা বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার শ্যামপুর গ্রামের আক্কাছ আলী হাওলাদারের মেয়ে।
মামলার বিবরণে জানা গেছে, নিহত সাদিয়া আলম জয়ার পিতা শফিউল আলম সাদিয়া ও তার দ্বিতীয় স্ত্রী শাকিলা জাহান মরিয়মকে নিয়ে গাজীপুর মহানগরীর টঙ্গীর আউচপাড়া কলেজ রোডের ভাড়া বাসায় থাকতেন। গত ২০১৫ সালের ১৩ জুন সকালে শফিউল আলম সকালে ব্যায়াম করতে বের হলে বাড়ি ফাঁকা পেয়ে সৎমা শাকিলা সাদিয়াকে কুপিয়ে হত্যা করে।
এই ঘটনায় পরদিন সাদিয়ার মা ফারজানা ইসলাম বাদী হয়ে টঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘদিন বিচার কাজ শেষে আদালত রবিবার (৩১ জুলাই) এ রায় ঘোষণা করেন।