গড়ে প্রতি মাসে ধর্ষিত হন ১০০ নারী!
প্রকাশ | ১৭ জুলাই ২০১৮, ১৫:০৩
চলতি বছরের প্রথমার্ধে দেশে প্রতি মাসে গড়ে ১০০ নারী ধর্ষিত হয়েছেন বলে বাংলাদেশ মহিলা পরিষদের এক প্রতিবেদনে জানানো হয়েছে। ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ১৪টি দৈনিক পত্রিকায় প্রকাশিত রিপোর্টের সমন্বয় করে এ রিপোর্ট তৈরি করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
প্রতিবেদনে বলা হয়, গত ৬ মাসে মোট ধর্ষিতার সংখ্যা ৫৯২। এর মধ্যে ৯৮ জন নারী ও বালিকা গণধর্ষণের শিকার হয়েছেন। ২৯ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ৬১ জন ধর্ষণ চেষ্টা থেকে পালিয়ে এসেছেন। এ ছাড়াও ধর্ষণ, ইভ টিজিং, যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতন ও অন্যান্য কারণে নির্যাতিত হয়েছেন প্রায় ২০৬৩ জন নারী ও বালিকা।
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ সময়ে এসিড হামলার শিকার হয়েছেন ১০ জন নারী ও বালিকা। ৪৫ জনের মুখে অগ্নিসংযোগ করা হয়েছে। অপহৃত হয়েছেন ৭৭ জন। পাচার করা হয়েছে ১৩ জনকে। ওই রিপোর্টে আরো বলা হয়েছে, এ সময়ে যৌতুকের দাবিতে নির্যাতিত হয়েছেন ১১৩ জন নারী। এর মধ্যে ৫১ জনই মারা গেছেন। অন্যদিকে ৮৪ জনের বাল্যবিয়ে দেয়া হয়েছে।