২ মাসের সন্তানকে হত্যা করলো বাবা
প্রকাশ | ১১ জুলাই ২০১৮, ১৫:৫৬
হবিগঞ্জের লাখাই উপজেলায় স্ত্রীর কাছে নেশার টাকা না পেয়ে এক স্বামী তার দুই মাস বয়সী সন্তানকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। একই সাথে স্ত্রী ও আরেক সন্তানকে মারধর হাসপাতালে পাঠিয়েছে পাষণ্ড স্বামী।
১০ জুলাই (মঙ্গলবার) সন্ধ্যায় উপজেলার মানপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই বাবার নাম ফাইজুর রহমান (৩৫) ও তার স্ত্রীর নাম নুরজাহান বেগম (২৭)। তাদের দুই সন্তান– দুই মাস বয়সী ইকরা মনি (নিহত) ও মারিয়া (১০)। তাদের বাড়ি লাখাই উপজেলার মুরাকুড়ি ইউনিয়নের মানপুর গ্রামে।
নুরজাহান বেগম জানান, সন্ধ্যার দিকে হঠাৎ তার স্বামী মাতাল অবস্থায় ঘরে ঢুকে। একপর্যায়ে স্বামী তার কাছে নেশা করার জন্য টাকা চান। টাকা দিতে না চাইলে তাকে মারধর শুরু করেন স্বামী। এসময় তার কোলে থাকা শিশু কন্যা ইকরা মনিকে আছাড় মেরে মাটিতে ফেলে দেন। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ইকরা মনি।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, নেশার টাকা জন্য মাতাল ফাইজুর রহমান এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়রা তাকে আটক করে মারধর দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এ ব্যাপারে তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।