পাবনায় ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার আটক
প্রকাশ | ১১ জুলাই ২০১৮, ১৩:২৮
পাবনায় ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার ইশরাত জাহান (৩১) ও দলিল লেখক আশরাফুল আলমকে (৩২) আটক করেছে পাবনা দুদক সমন্বিত কার্যালয়ের কর্মকর্তারা।
১০ জুলাই ( মঙ্গলবার) সন্ধায় দুজনকে আটঘরিয়া উপজেলার সাব-রেজিস্ট্রার কার্যালয় থেকে আটক করা হয়।
দুদক পাবনা অঞ্চলের উপ-পরিচালক আবু বকর জানান, ৪ টি দলিল রেজিস্ট্রির জন্য ১৪ হাজার টাকা ঘুষ দাবি করেন সাব-রেজিস্ট্রার ইশরাত জাহান। কিন্তু ঘুষের টাকা না দেওয়ায় দলিল রেজিস্ট্রির না করে অভিযোগকারীকে ঘুরাতে থাকেন। এরপর অভিযোগকারী দুদককে অবহিত করলে দুদকের কর্মকর্তারা বিকেল সাড়ে ৫টার দিকে ওই সাব-রেজিস্ট্রারকে টাকা দেয়ার পরামর্শ দেন। টাকা লেনদেনের সময় দুদক কর্মকর্তারা উপস্থিত হয়ে হাতেনাতে ঘুষের টাকাসহ ঐ দুজনকে আটক করে।
এ ঘটনায় আটক দুজনকে দুদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ঘটনায় পাবনার আটঘরিয়া থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
তবে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার ইশরাত জাহান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে ঘটনাটিকে ষড়যন্ত্র বলে দাবি করেন।