সৌদি থেকে ফিরছেন আরও ৪১ নারী কর্মী
প্রকাশ | ০৯ জুলাই ২০১৮, ১৯:৫৪
সৌদি আরবে ‘নির্যাতনের শিকার’ আরও ৪১ নারী কর্মী কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফিরে আসছেন। বেসরকারি সংস্থা ব্র্যাকের ব্র্যাকের সহায়তায় এ নারীরা দেশে ফিরছেন বলে জানা গেছে। ব্র্যাকের অভিবাসন বিভাগের প্রধান শরিফুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
৯ জুলাই (সোমবার) বিকেলে তাদের ফেরার কথা থাকলেও ফ্লাইট বিলম্বের কারণে রাত সাড়ে ৯টায় তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন বলে বলে আশা করা হচ্ছে।
এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সৌদি থেকে প্রতি মাসে গড়ে প্রায় ২০০ নারী কর্মী দেশে ফিরছেন। অনেকেই সংবাদমাধ্যমে সৌদিতে তাদের উপর ভয়াবহ নির্যাতনের বর্ণনা তুলে ধরেছেন। এসব বিষয়ে সচেতন মহলে নারী কর্মীদের ফিরে আসা নিয়ে সমালোচনা চলছে। অনেক নারী কর্মীই সৌদিতে নারীদের কর্মী ভিসা বন্ধের পক্ষে মতামত দিয়েছেন। যদিও সরকারের পক্ষ থেকে তেমন কোন বক্তব্য উঠে আসেনি।