কক্সবাজার সৈকতে গোসলে নেমে নারীর মৃত্যু

প্রকাশ | ৩০ জুলাই ২০১৬, ১৯:২৪

অনলাইন ডেস্ক

কক্সবাজারে সমুদ্রসৈকতে গোসল করতে নেমে ঢাকার রামপুরা এলাকার আসমা বেগম (৪৫) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার শওকত কবির বরশাদের স্ত্রী। 

শনিবার (৩০ জুলাই) দুপুর ২টার সময় এ দুর্ঘটনা ঘটে। তার সঙ্গে ভেসে যাওয়া আরো ৪ পর্যটককে হাসপাতালে ভর্তি করা হয়। 

তাদের মধ্যে সদর হাসপাতালে ভর্তি হওয়া রিতু (৩২) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি রামপুরা এলাকার এনামুল হকের স্ত্রী। বাকি তিন জনের পরিচয় পাওয়া যায়নি।

নিহতের ছোট বোনের জামাই আনোয়ার জানান, ঢাকার রামপুরা এলাকা থেকে ২৯ জুলাই (বৃস্পতিবার) ২১ জনের একটি পারিবারিক দল কক্সবাজার বেড়াতে এসে হোটেল মোটেল জোনের কলাতলী সী-ক্রাউন হোটেলে উঠেন। শনিবার দুপুর ১২টায় সবাই হোটেল থেকে বেরিয়ে সামনের সৈকতে যান। তিনজন ছাড়া বাকি ১৮ জন সাগরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে আসমাসহ ৫ জন ভেসে যায়। এটি দেখে বাকিরা চিৎকার করলে বিচ কর্মী ও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা দীর্ঘ চেষ্টা ডুবে যাওয়া পর্যটকদের উদ্ধার করতে সমর্থ হন। তাদের দ্রুত হাসপাতালে নেওয়া চিকিৎসাধীন অবস্থায় আসমা মারা যান।

বিচকর্মী সৈয়দ নুর জানান, যে সময় তারা সাগরে নামেন তখন ভাটার টান ছিল। এসময়ে সাগরে না নামতে মাইকিংয়ের পাশাপাশি লাল পতাকা টাঙ্গানো থাকে। এরপরও অতি উৎসাহী পর্যটকরা সাগরে নেমে গেলে বিপদাপন্ন হন। 

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, মাইকিং ও সতর্কতা মূলক পতাকা টাঙ্গিয়ে এবং টহল জোরদারে শত চেষ্টার পর সাগের ভেসে যাওয়া থেকে পর্যটকদের বিরত রাখা যাচ্ছে না। নিহত পর্যটক আসমার মৃতদেহ হাসপাতাল মর্গে রয়েছে। আহতদের সদর হাসপাতালে এবং বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।