ত্রিশালে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশ | ০৫ জুলাই ২০১৮, ১৪:১৪
অনলাইন ডেস্ক
ময়মনসিংহের ত্রিশালে পান্না আক্তার (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত পান্না উপজেলার বইলর বাজারের পল্লী চিকিৎসক ডা. গোলাম মোস্তফার স্ত্রী।
গত ২ জুলাই (সোমবার) সন্ধ্যায় উপজেলার বইলর ইউনিয়নের সম্মুখ বইলর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় নিজ বাড়িতে সিলিং ফ্যানের সাথে ওড়না জড়ানো অবস্থায় পান্নার মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।