নন্দীগ্রামে চোলাই মদসহ নারী মাদক বিক্রেতা আটক
প্রকাশ | ০৫ জুলাই ২০১৮, ১৩:৪৯
অনলাইন ডেস্ক
![](/assets/news_photos/2018/07/05/image-15912.jpg)
বগুড়ার নন্দীগ্রামে উসমা মহাতো (৪০) নামক এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার বুড়ইল ইউনিয়নের দাসগ্রামের মৃত তুফান মহাতোর স্ত্রী।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ জুলাই (মঙ্গলবার) রাতে উপজেলার দাসগ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২২ লিটার চোলাই মদসহ উসমা মহাতো কে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
গত ৪ জুলাই (বুধবার) দুপুরে নন্দীগ্রাম থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।