৭ বছরের শিশুকে ‘ধর্ষণের’ পর হত্যা
প্রকাশ | ২৬ জুন ২০১৮, ১৩:০৭
ঢাকার ধামরাই উপজেলায় ৭ বছরের এক শিশুকে ‘ধর্ষণের’ পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
নিহত শিশুটির নাম পূর্ণিমা আক্তার। সে উপজেলার রৌহা এলাকার সামসুল ইসলামের মেয়ে এবং রৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
ধামরাই থানার ওসি শেখ রিজাউল হক দিপু জানান, ২৫ জুন (সোমবার) বিকালে বাড়ির কাছে রৌহা বাজারে ডিম কিনতে যায় পূর্ণিমা। কিন্তু দীর্ঘক্ষণ পরেও ফিরে না আসায় স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার খোঁজ পায়নি। ২৬ জুন (মঙ্গলবার) সকালে এলাকার একটি বাঁশঝাড় থেকে পুলিশ তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
ওসি আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।