শ্রীপুরে নারী পোশাক কর্মীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক
প্রকাশ | ২৪ জুন ২০১৮, ১২:৩০
গাজীপুরের শ্রীপুরে ঝুমা আক্তার আহ্লাদীকে (২০) নামে এক নারী পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে ঝুমার স্বামী শামীম আহমেদ (২৬) পলাতক রয়েছেন।
শামীমের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার কৃমারুলী এলাকায়। আর ঝুমা একই থানার উত্তর বনগাঁও এলাকার আহম্মদ আলীর মেয়ে। তারা দুজনেই শ্রীপুরের বদর এলাকার ব্লু প্ল্যানেট নিটওয়্যার লিমিটেড নামে একটি পোশাক কারখানায় কাজ করতেন।
২৪ জুন (রবিবার) উপজেলার মুলাইদ এলাকার একটি ভাড়া বাসা থেকে ঝুমার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
প্রতিবেশীদের বরাত দিয়ে শ্রীপুর থানারএসআই মোস্তাফিজ জানান, ঈদের ছুটির পর গত ২৩ জুন (শনিবার) গ্রামের বাড়ি থেকে শ্রীপুরের বাসায় ফেরেন শামীম ও ঝুমা। বিকালে তাদের মধ্যে কোনো একটি বিষয়ে কথা কাটাকাটি হয়। রাতের কোনো এক সময়ে ঘরের ভেতরে ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে ঝুমাকে হত্যার পর বাইরে থেকে ঘরের দরজা আটকে পালিয়ে যান শামীম। সকালে প্রতিবেশীরা বাইরের ছিটকিনি খুলে ঘরের ভেতর ঝুমার রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেন।
নিহত ঝুমা আক্তারের গলা, ঘাড়, মাথাসহ শরীরে বিভিন্ন অংশে ধারলো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান এসআই মোস্তাফিজ। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
তিনি বলেন, পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে। ঝুমার স্বামী শামীমকে খুঁজে বের করার চেষ্টা চলছে পুলিশ।