কমলাপুরে শৌচাগারে সন্তান প্রসব করলেন ভারতীয় নারী
প্রকাশ | ২০ জুন ২০১৮, ১৫:০৭ | আপডেট: ২০ জুন ২০১৮, ১৫:১১
ঢাকার কমলাপুর রেলওয়ে থানার শৌচাগারে পুত্র সন্তান প্রসব করেছেন রোকসানা আক্তার (৩০) নামের এক ভারতীয় নারী।
গত ১৮ জুন (সোমবার) রাতে ঐ নারী টয়লেটে একটি ছেলে সন্তানের জন্ম দেন। এরপর প্রথমে তাকে মুগদা হাসপাতাল এবং পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। বর্তমানে তারা দুজনেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
ঐ নারীর বরাত দিয়ে কমলাপুর রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুক জানান, ভারতে আসবাবপত্রের ব্যবসা করা আব্দুল নামের এক বাংলাদেশি যুবকের সাথে রোকসানার পরিচয় হয় এবং প্রেম ও বিয়ে হয়। এর কিছুদিন পরেই সন্তান সম্ভবা হয়ে পড়েন রোকসানা।
রমযানের কিছুদিন আগে রোকসানাকে নারায়ণগঞ্জে বোনের বাসায় নিয়ে আসেন আব্দুল। প্রায় ১ মাস থাকার পর রোকসানাকে চিকিৎসার জন্য ঢাকা নিয়ে আসার কথা বলে আব্দুল তার পাসপোর্ট নিয়ে পালিয়ে যায়।
পরে একট লোকাল ট্রেনে করে রোকসানা নারায়ণঞ্জ থেকে ঢাকায় আসেন।
রেলওয়ে থানার কনস্টেবল মো.ফজলু মিয়া জানান, সোমবার রাত ১১টার পর কমলাপুরে আসেন রোকসানা। ট্রেন থেকে সবাই নেমে গেলেও রোকসানা নামতে না পারায় টিকেট চেকার তাকে কমলাপুর রেলওয়ে থানায় নিয়ে আসেন। পরে থানার টয়লেটে তিনি সন্তান প্রসব করেন।
রোকসানা সুস্থ হলে তার ভারতীয় ঠিকানা জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে জানান কমলাপুর রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুক।