উখিয়ায় পুকুরে পড়ে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু
প্রকাশ | ১৯ জুন ২০১৮, ১৩:২২
বাড়ির উঠোনে খেলার সময় পুকুরে পড়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। গত ১৮ জুন (সোমবার) রাত সাড়ে নয়টায় কক্সবাজারের উখিয়ায় রত্নাপালং ইউপির ৫ নং ওয়ার্ডের চাকবৈঠা গ্রামে ওই ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- রত্নাপালং ইউপির চাকবৈঠা গ্রামের আবদুল কাদেরের দু’মেয়ে মারাওয়া (৯) ও সাফা (৭) এবং কাদেরের ভাই আবু ছিদ্দিকের ছেলে ফাহিম (৮)। তারা তিনজনই চাকবৈঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়, দ্বিতীয় ও প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
মারা যাওয়া শিক্ষার্থীদের পিতা আব্দুল কাদের বলেন, ঈদের তৃতীয় দিনে বাড়িভর্তি মেহমান থাকায় তাদের দিকে কেউ খেয়াল করেনি। মেহমানদের শিশুদের সাথে উঠোনেই আমার দুই মেয়ে ও আমার ভাইয়ের ছেলে।
অপর ভাই আবু ছিদ্দিক বলেন, খেলার সময় হঠাৎ ঐ ৩ জনকে খুঁজে না পেয়ে অন্য শিশুরা বাড়ির বড়দের জানায়। এরপর সবাই খুঁজতে বের হয়ে। পরে পুকুরেই তিনজনকেই ভাসমান অবস্থায় খুঁজে পাওয়া যায়।
রত্নাপালং ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান খায়রুল আলম চৌধুরী বলেন, অসাবধানতার কারণে চাকবৈঠা গ্রামে তিন শিশু পুকুরে পড়ে মারা গেছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।