রোহিঙ্গা ইস্যুতে আইসিসিতে শুনানি ২০ জুন
প্রকাশ | ১২ জুন ২০১৮, ১৬:২২
আগামী ২০ জুন চলমান রোহিঙ্গা সংকট ইস্যুতে আন্তর্জাতিক অপরাধী আদালতের (আইসিসি) প্রি-ট্রায়াল চেম্বারে শুনানি অনুষ্ঠিত হবে।
গত ১১ জুন (সোমবার) নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মোহাম্মাদ বেলাল আইসিসির সদর দফতরে আদালতের রেজিস্ট্রার পিটার লুইসের কাছে আনুষ্ঠানিকভাবে মতামত জমা দিয়েছে বাংলাদেশ।
এর আগে গত ৭ মে রোহিঙ্গা ইস্যুতে বিচারের বিষয়ে আইসিসির প্রি-ট্রায়াল চেম্বার অভিমত সংক্রান্ত একটি চিঠি পাঠিয়ে ১১ জুনের মধ্যে প্রকাশ্যে বা গোপনে অভিমত জানানোর জন্য অনুরোধ জানান। সেই অনুরোধে সাড়া দিয়ে এই অভিমত জমা দেয় বাংলাদেশ। আশা করা হচ্ছে, বাংলাদেশের মতামতের পরিপ্রেক্ষিতে মিয়ানমারের বিরুদ্ধে আইসিসিতে বিচার প্রক্রিয়া সহজ হবে।
জানা গেছে, বাংলাদেশ আইসিসিতে শুধু অভিমত দিয়েছে। আদালত তথ্য-উপাত্ত চাইলে পরবর্তীতে তা দেয়া হবে।
রুদ্ধদ্বার ওই শুনানিতে শুধু আইসিসির প্রসিকিউটর ফেতো বেনসুদা উপস্থিত থাকবেন।