বিএসএমএমইউতে যেতে অনীহা খালেদার
প্রকাশ | ১২ জুন ২০১৮, ১২:৫৪ | আপডেট: ১২ জুন ২০১৮, ১২:৫৬
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে যেতে অনীহা প্রকাশ করেছেন।
১২ জুন (মঙ্গলবার) সকালে সাংবাদিকদের কাছে এ তথ্য জানিয়েছেন আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।
তিনি জানান, আমি নিজে গতকাল (সোমবার) তাকে কনভেন্স করার চেষ্টা করেছি। আজকে অন্যরা গিয়েছিলেন, কিন্তু তিনি বিএসএমএমইউতে যেতে রাজি নন। তবে তিনি ইউনাইটেড হাসপাতালে যাবেন বলে মত দিয়েছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজি প্রিজন আরো বলেন, লিখিত আকারে বিএসএমএমইউতে চিকিৎসা নিতে অনীহার কারণ জানালে আমরা এ বিষয়ে পরবর্তী পদক্ষেপের জন্য কর্তৃপক্ষকে জানাবো।
এদিকে, বিএসএমএমইউ’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন বলেন, কারা কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তার জন্য ৫১২ নম্বর কেবিন বরাদ্দ দেওয়া হয়েছে। তার চিকিৎসায় যেসব বিভাগের প্রয়োজন হবে, সেসব বিভাগের প্রধানরা উপস্থিত থাকবেন।
কিন্তু বিএনপি প্রধান খালেদা জিয়ার অনীহার কারণে এ বিষয়ে নতুন করে জটিলতার সৃষ্টি হলো।