আশুলিয়ায় পানির ট্যাঙ্ক ধসে মা-ছেলের মৃত্যু
প্রকাশ | ১১ জুন ২০১৮, ১৭:৩০ | আপডেট: ১১ জুন ২০১৮, ১৮:৩৪
সাভারের আশুলিয়ায় একটি বাড়িতে পানির ট্যাঙ্ক ধসে মা সেলিমা খাতুন (৪০) ও ছেলে সিয়াম মিয়া (১০) নামে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো একজন।
১১ জুন (সোমবার) ভোর ৫টার দিকে আশুলিয়ার নরসিংহপুরের বাংলাবাজার এলাকার নুরুল হক পলানের বাড়িতে এ ঘটনা ঘটে।
সেলিমা হা-মীম গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় সহকারী হিসেবে কাজ করতেন। আর ছেলে সিয়াম স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত। সেলিমার বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কামালের পাড়া গ্রামে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, সেলিনা তার ছেলেকে নিয়ে পলানের বাড়ির একটি টিনশেডের আধাপাকা ঘরে ভাড়া থাকতেন; যার পাশ ঘেসে একটি ইটের তৈরি পানির ট্যাংক রয়েছে। ভোরের দিকে ওই ট্যাংকের একপাশের দেয়াল ধসে সেলিমার ঘরের টিন ভেঙ্গে ভেতরে পড়ে। এ সময় বাড়ির সবাই ঘুমিয়ে থাকার কারণে কেউ টের পায়নি।এতে দেয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই সেলিমা ও তার ছেলের মৃত্যু হয়। পরে স্থানীয়রা টের পেয়ে টুটুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ডিইপিজেডের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির বলেন, ভোরের দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। পরে সেখানে ভেঙে পড়া দেয়ালের স্তুপের নিচ থেকে দুটি লাশ উদ্ধার করেন তারা।
দুর্বলভাবে তৈরির কারণে পানির চাপ নিতে না পারায় ট্যাংকের দেয়াল ধসে পড়েছে বলে ধারণা এ ফায়ার সার্ভিস কর্মকর্তার।