বাজেট নিয়ে আশান্বিত: রওশন এরশাদ

প্রকাশ | ০৭ জুন ২০১৮, ২০:২৯

অনলাইন ডেস্ক

বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, জাতীয় সংসদে উত্থাপিত ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে তিনি ‘আশান্বিত’। 

তিনি বলেন, নতুন কিছু নেই। এবারের বাজেট গতানুগতিক। এটাকে নির্বাচনী বাজেট বলা যেতে পারে।

তিনি আশা প্রকাশ করে বলেন, নির্বাচনের আগে এ বাজেট শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে সুযোগ সৃষ্টিতে সহায়তা করবে। জনগণের প্রত্যাশা পূরণ হবে। এখন কতটুকু পূরণ হবে সেটা দেখার বিষয়।

তিনি আরও বলেন, অনেক সময় অনেক প্রকল্প নেয়া হয়, কিন্তু বাস্তবায়ন হয় না। এবারের বাজেট নিয়ে আমরা আশান্বিত, দেখা যাক কতটুক জনকল্যাণ হয়। 

৭ জুন (বৃহস্পতিবার) জাতীয় সংসদে অর্থমন্ত্রী ২০১৮-১৯ অর্থবছরের বাজেট উপস্থাপনের পর সংসদ লবিতে এক প্রতিক্রিয়ায় একথা বলেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।