গৃহকর্মীকে অমানুষিক নির্যাতন, স্কুলশিক্ষিকা আটক
প্রকাশ | ০৭ জুন ২০১৮, ২০:০৯ | আপডেট: ০৭ জুন ২০১৮, ২০:১২
নেত্রকোনায় রোকেয়া আক্তার মিম (১৩) নামে এক কিশোরীকে অমানুষিক নির্যাতন করায় ফারজানা (৩০) নামে এক স্কুলশিক্ষিকাকে আটক করেছে পুলিশ। নির্যাতনের শিকার মিমি চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের বাসিন্দা ব্যাটারি চালিত অটোরিকশাচালক বাচ্চু মিয়ার মেয়ে।
৭ জুন (বৃহস্পতিবার) শহরের নাগরা এলাকার নিজ বাসা থেকে ওই শিক্ষিকাকে আটক করা হয়।
ঐ কিশোরী জানান, সৎ মায়ের পরামর্শে বাবা তাকে স্কুলশিক্ষিকা ফারজানার বাসায় গৃহকর্মীর কাজ দিয়েছিল। কিন্তু ঐ শিক্ষিকার বাসায় তুচ্ছ কারণে তার উপর অনেক নির্যাতন চলেছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঐ বাসায় অভিযান চালান তারা এবং মিমকে উদ্ধার করেন। এসময় গৃহকর্মী হিসেবে ঐ বাসা থেকে উদ্ধার হওয়া মিমের শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের অনেক ক্ষতচিহ্ন ও ছ্যাঁকা দেওয়া পোড়া দাগ দেখা যায়। কিশোরী মিম এরই মধ্যে তার ওপরে চলা অমানবিক নির্যাতনের কথা পুলিশের কাছে বর্ণনা করেছেন।
এ ঘটনায় ফারজানার পরিবারের সাথে কিশোরী মিমের বাবা মীমাংসা করার চেষ্টা করলেও বাধ সাধে মিম, জানান ওসি। নির্যাতনকারীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।