সিলেটে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ | ০১ জুন ২০১৮, ১১:০৫

অনলাইন ডেস্ক

সিলেটে জেসমিন আক্তার (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জেসমিন গোয়াইঘাট উপজেলার সালুটিকর বৈটাখালী গ্রামের মৃত বিল্লাল উদ্দিনের মেয়ে। তিনি ওই বাসায় গৃহকর্মীর কাজ করতেন।

গত ৩১ মে (বৃহস্পতিবার) দিবাগত রাতে নগরের মিয়া ফাজিল চিশত ১৬২/১ বাসার একটি কক্ষে সিলিং ফ্যানে ঝুলানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।

গৃহকর্তা ওমর খৈয়াম’র বরাত দিয়ে পুলিশ জানায়, মেয়েটিকে বাসায় একা রেখে বাইরে থেকে তালা দিয়ে পরিবারের সবাই বাইরে ছিলেন। রাতে বাসায় এসে তালা খুলে ডাকাডাকি করলেও তার কোনো সাড়া-শব্দ না পাওয়ায় বিভিন্ন কক্ষ তল্লাসী করেন। এ সময় শোবার কক্ষে জেসমিনের মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়া হয়। মেয়েটির ঐ কক্ষে একটি চিঠি পাওয়া গেছে যেখানে সে তার মায়ের কাছে ক্ষমা চেয়ে চিঠি লিখেছে।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।