তিস্তায় ভেসে গেলো দুই বোন

প্রকাশ | ৩১ মে ২০১৮, ১০:৪১

অনলাইন ডেস্ক

তিস্তায় পানির তোড়ে আটকে যাওয়া ছোট বোনকে বাঁচাতে গিয়ে সেই স্রোতে ভেসে গেলেন বড় বোনও। ৩০ মে (বুধবার) দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত দুই বোন এর নাম জেসমিন (১০) ও সুমাইয়া (৭)। তারা হারাগাছ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ধুমগারা এলাকার শ্রমিক ইদ্রিস আলীর মেয়ে। এদের মধ্যে জেসমিন শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আর সুমাইয়া (৭) স্থানীয় একটি মসজিদভিত্তিক মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

এলাকাবাসী জানায়, বুধবার দুপুরে জেসমিন ও সুমাইয়া নদীর ধারে খেলছিল। এক পর্যায়ে ছোট বোন সুমাইয়া নদীতে গোসল করতে নামে। কিন্তু নদীতে নামার পর পানির প্রবল স্রোতের কারণে সে উপরে উঠতে পারছিল না। তার চিৎকারে জেসমিনও নদীতে নামে তাকে উদ্ধার করতে। কিন্তু শেষ পর্যন্ত পানির প্রবল স্রোতে দুই বোনই ডুবে যায়। 

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আর রশিদ বলেন, নিহত দুই শিশুর পরিবার ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই শিশু দুটিকে দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে একইসাথে দুই মেয়েকে হারিয়ে দিশেহারা বাবা মা। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।