আমি কোনো প্রতিদান চাই না: প্রধানমন্ত্রী
প্রকাশ | ৩০ মে ২০১৮, ১৮:১৫
অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'আমি কারো কাছে কোনো প্রতিদান চাই না। আমি দিতে পছন্দ করি। আমরা ভারতকে যা দিয়েছি তারা আজীবন তা মনে রাখবে। তাদের দেশের সন্ত্রাসবাদ ঠেকাতে সীমান্তে আমাদের কঠোর অবস্থান তারা মনে রাখবে। আর হ্যা, একাত্তরে তারা আমাদের জন্য অনেক করেছে। আশ্রয় দিয়েছে, প্রশিক্ষণ দিয়েছে, খেতে দিয়েছে- এজন্য আমরা কৃতজ্ঞ।'
৩০ মে (বুধবার) সাম্প্রতিক ভারত সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভারতের কাছে বাংলাদেশ প্রতিদান চায়- আনন্দবাজার পত্রিকায় ছাপা হওয়া এমন একটি খবরের প্রসঙ্গ তুলে একজন সাংবাদিক প্রশ্ন রাখেন, ভারতের কাছে আপনি কি প্রতিদান চেয়েছেন? এর জবাবে প্রধানমন্ত্রী ওই কথা বলেন।