পোশাক শ্রমিক ধর্ষণ ও হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড
প্রকাশ | ২৮ মে ২০১৮, ১২:৪৯
অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জে পোশাক শ্রমিক আসমা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় তিন আসামিকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আদালত।
২৮ মে (সোমবার) নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জুয়েল রানা এ রায় দেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০০৮ সালের ১২ মার্চ নারায়ণগঞ্জরের বন্দর উপজেলার কুশিয়ারা এলাকায় কারখানার কাজ শেষে বাসায় ফেরার পথে আসামিরা পোশাক শ্রমিক আসমা আক্তারকে ধর্ষণের পর হত্যা করেন। দুই দিন তার লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় নিহতের বাবা রাজা মিয়া অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।