শ্যমনগরে গৃহবধূর মরদেহ উদ্ধার
প্রকাশ | ২৬ মে ২০১৮, ১৫:৩১
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের নাগবাটি গ্রামে জেবুন্নেছা বেগম (৫০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত জেবুন্নেসা (৫০) ওই গ্রামের আবদুল আজিজ সরদারের স্ত্রী। ঘটনার সময় আজিজ বাড়ির বাইরে ছিলেন।
স্থানীয়রা জানান, গত ২৫ মে (শুক্রবার) আব্দুল আজিজ তারাবির নামাজ পড়তে গেলে দুর্বৃত্তরা বাড়ির প্রাচীর টপকে তাদের ঘরে প্রবেশ করে। এরপর তারা জেবুন্নেছার মুখে গেঞ্জি ঢুকিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। এ সময় তারা দু’টি মোবাইল ফোন ও ওই নারীর কানের দুল ছিঁড়ে নিয়ে যায়। তারাবির নামাজ শেষে বাড়ি ফিরে আব্দুল আজিজ তার স্ত্রীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রতিবেশীদের খবর দেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী ঘটনাস্থল থেকে জানান, এ ঘটনায় মামলা হয়েছে। কারা কেন তাকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।