কোটা আন্দোলন নিয়ে গুজব: মামলার প্রতিবেদন ৪ জুলাই
প্রকাশ | ২৩ মে ২০১৮, ১৩:৪৯
কোটা নিয়ে আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ও উসকানিমূলক তথ্য প্রচার করার অভিযোগে দায়ের করা মামলার প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ হসেবে আগামী ৪ জুলাই ধার্য করেছেন আদালত।
২৩ মে (বুধবার) র ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহসান হাবীব এ তারিখ ধার্য করেন। মঙ্গবার প্রতিবেদন দাখিলের কথা থাকলেও তদন্ত কর্মকর্তা কোনো প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল কোটা আন্দোলন চলার সময় ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করার দায়ে গত ১১ এপ্রিল কাউন্টার টেররিজম ইউনিটের এসআই এস এম শাহজালাল 'অজ্ঞাতনামা' আসামিদের বিরুদ্ধে রাজধানীর রমনা মডেল থানায় এ মামলা দায়ের করেন।