৯৯৯ নম্বরে ফোন, ধর্ষণের হাত থেকে রক্ষা
প্রকাশ | ২৩ মে ২০১৮, ১৩:২৩
জরুরি সেবা নম্বর- ৯৯৯ এ অভিযোগ পাওয়ার পর গাজীপুরের শ্রীপুরে ধর্ষণচেষ্টার অভিযোগে কবির হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। কবির হোসেনের বাড়ি উপজেলার উজিলাব গ্রামে।
গত ২১ মে (সোমবার) রাতে মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে।
ওই তরুণী জানান, কয়েক মাস আগে মুঠোফোনে কবিরের সাথে পরিচয় হয়। প্রায়ই কবিরের সাথে মুঠোফোনে কথা হতো তার। ঘটনার দিন তাকে মাওনা চৌরাস্তা ফ্লাইওভারে দেখা করতে বলে কবির। এক পর্যায়ে তাকে চাকরি দেয়ার কথা বলে প্রাইভেট কারে উঠতে বলে। কিন্তু সে অসম্মতি জানালে জোর করে প্রাইভেট কারে তোলা হয় তাঁকে। পরে গাড়ির ভেতর ধর্ষণের চেষ্টা চালায় কবির। তরুণীর চিৎকার শুনে স্থানীয় একজন ৯৯৯ এ কল দিয়ে ঘটনা জানায় এবং গাড়ির বিবরণ দেয়।
তাৎক্ষণিকভাবে সেখানে পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে আটক করে। এ ঘটনায় ঐ তরুণী বাদী হয়ে ২২ মে (মঙ্গলবার) শ্রীপুর থানায় মামলা করেছেন।