অপহরণের ১৪ দিন পর কলেজছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

প্রকাশ | ২১ মে ২০১৮, ১৯:২৬

অনলাইন ডেস্ক

পটুয়াখালীর কলাপাড়া থেকে অপহরণের ১৪দিন পর এক কলেজছাত্রীকে (১৬) উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী এনামুল হাসানকে (২৫) আটক করা হয়েছে।

২১ মে (সোমবার) ভোরে বরিশাল নগরের পুলিশ লাইন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার করা কলেজছাত্রীটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালীর একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

থানার জিডি সূত্রে জানা গেছে, কলাপাড়া পৌর শহরের মাদ্রাসা সড়কের বাসা থেকে গত ৬ মে বিকেলে প্রাইভেট পড়তে যাওয়ার সময় অপহৃত হয় ঐ কলেজছাত্রী। পরে ৭ মে মেয়েটির বাবা কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

এ প্রসঙ্গে কলাপাড়া থানার উপ পরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, বরিশাল কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় ঐ কলেজছাত্রীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নাজমুলকে অপহৃতার বাবার দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত এনামুলের বিরুদ্ধে এর আগেও নানান ধরনের অপরাধ করার অভিযোগ রয়েছে বলে জানা গেছে।