ঢাকায় আসছেন থাই রাজকুমারী সিরিনধরন
প্রকাশ | ২১ মে ২০১৮, ১৯:১৫
অনলাইন ডেস্ক
দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে আলোচনা ও প্রকল্প পরিদর্শনে বাংলাদেশ সফরে আসছেন থাইল্যান্ডের রাজকুমারী মহাচক্রী সিরিনধরন।
আগামি ২৮ মে (সোমবার) তিনদিনের সফরে ঢাকা আসছেন থাই রাজকুমারী। এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় থাই রাজকুমারীর সফর সূচি চূড়ান্ত করেছে।
সফরে তিনি রাজ পরিবারের উন্নয়ন প্রকল্পগুলো পরিদর্শন করবেন। এসময় দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে।
তিনি ২০১০ এবং ২০১১ সালেও বাংলাদেশ সফরে এসেছিলেন।