বান্দরবানে মাটি চাপা পড়ে নারীসহ ৪ শ্রমিক নিখোঁজ

প্রকাশ | ২১ মে ২০১৮, ১৭:৫৮

অনলাইন ডেস্ক

বান্দরবানে পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে এক নারীসহ চারজন নিখোঁজ হয়েছেন। এরা হলেন-  মো. আবু (৩০), সোনা মেহের (৩৫), জসীম উদ্দিন (২৫) ও নুরুল হাকিম (২৩)। এ ঘটনায় নুর মোহাম্মদ (২৫) নামে একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

২১ মে (সোমবার) বেলা ১১ টার দিকে সদর থানার নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের মংজয়পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মংজয়পাড়ায় দুই পাহাড়ের মধ্য দিয়ে মাছের নালা তৈরি করার সময় দুই পাশ থেকে শ্রমিকদের ওপর মাটি ধসে পড়ে। চারজন শ্রমিক প্রায় ৩০ ফুট নিচে মাটিচাপা পড়েছেন। 

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর শেখ জানান, নিখোঁজদের উদ্ধার করতে স্থানীয়দের সহায়তায় ফায়ার ব্রিগেডের তিনটি ইউনিট ও পুলিশ কাজ করছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকেই উদ্ধার করা যায়নি।