মৌলভীবাজারে জামাইয়ের বিরুদ্ধে শাশুড়িকে হত্যার অভিযোগ

প্রকাশ | ২০ মে ২০১৮, ১৫:১৫

অনলাইন ডেস্ক

মৌলভীবাজার সদরে রোকেয়া বেগম (৫৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার মেয়ের জামাই আলী হোসেন (৩২) এর বিরুদ্ধে। নিহত রোকেয়া বেগম সদর উপজেলার চাঁনীঘাট ইউনিয়নের মাথারকাপন গ্রামের রাজ্জাক মিয়ার স্ত্রী। তিনি দীর্ঘদিন থেকে পৌরসভাধীন শ্যামলী আবাসিক এলাকায় বসবাস করছেন।

১৯ মে (শনিবার) রাতে সদর থানার শ্যামলী আবাসিক এলাকায় নিহতের নিজ বাসায় এ ঘটনা ঘটে। 

নিহত রোকেয়ার ছেলে হোসেন আহমদ অভিযোগ করে বলেন, দীর্ঘদিন থেকে তার মা শহরের শ্যামলী এলাকায় মেয়ে নারগিস আক্তার ও মেয়ের জামাই আলী হোসেনের সঙ্গে বাসা ভাড়া করে থাকতেন। পারিবারিক কলহের জের ধরে তার মা রোকেয়াকে মা রোকেয়াকে দা ও শাবল দিয়ে কুপিয়ে হত্যা করে আলী হোসেন। পরে আহত রোকেয়াকে নিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন উর রশিদ জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।