দুই কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে মামলা
প্রকাশ | ১৯ মে ২০১৮, ১৩:২৯
সীতাকুণ্ডের ত্রিপুরা পাড়ায় দুই কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে আবুল হোসেন নামে এক ব্যক্তিকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
১৯ মে (শনিবার) সকালে নিহত ছবি রাণী ত্রিপুরার বাবা সুমন ত্রিপুরা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলাটি দায়ের করেন।
এ প্রসঙ্গে সীতাকুণ্ড থানার এএসআই মো. হানিফ বলেন, দুই কিশোরীকে ধর্ষণের পর পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ এনে আবুল হোসেন নামে এক ব্যক্তিকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে ১৮ মে (শুক্রবার) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সীতাকুণ্ড পৌরসভার জঙ্গল মহাদেবপুর পাহাড়ের ত্রিপুরা পাড়া থেকে ফলিন ত্রিপুরার মেয়ে সুখলতি ত্রিপুরা (১৫) এবং সুখলতির বান্ধবী সুমন ত্রিপুরার মেয়ে ছবি রাণী ত্রিপুরার (১১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
শুকলতি ত্রিপুরার মা স্মৃতি কনা ত্রিপুরা জানান, সকালে ঝুম চাষ করতে তারা স্বামী-স্ত্রী পাহাড়ে যান এবং বিকালে এসে মেয়ে দুটির লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। আবুল হোসেন নামে এক বখাটে তাদের উত্ত্যক্ত করত বলে তিনি অভিযোগ করেন।